Total Pageviews

LIVE NEWS FROM SSIT-LIFE

|| well come to S S Information Technology || <<< এস এস @ ইনফরমেশন টেকনোলজি: বিসমিল্লাহির রাহমানির রাহীম | পরম করুনাময় মহান আল্লাহতালার মেহেরবানীতে হযরত শাহ মুখ্দম (রহ ও হযরত শাহ রূপশ (রহ চিরনিদ্রায় শায়িত ভূমি, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এবং বাংলাদেশ এর একমাত্র শিক্ষা নগরী রাজশাহীতে ১লা জানুয়ারী ২০০৯ ইং সালে কম্পিউটার প্রশিক্ষণ, ডাটা এন্ট্রি, ওয়েব ডিসাইন & ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সিস্টেম সাপোর্ট এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে যাত্রা শুরু | সাড়া বিশ্ব যখন যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির খেলায় মেতে উন্নতির শীর্ষে তখন বাংলাদেশ তথা আমরা সবেমাত্র পুঁথিগত শিক্ষা এবং তার সাইনবোর্ড নিয়ে দিশেহারা | তারই ধারাবাহিকতায় আশির্বাদস্বরূপ যুগ-উপযুগী তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্হা চালু করেছে - এস এস ইনফরমেশন টেকনোলজি >>>

Friday, August 30, 2013

একটী হৃদয়বিদারক গল্প

এক বৃদ্ধ মা তার ছেলে ,ছেলের বউ ও ছয় বছরের এক নাতীর সাথে বাস করতো ।বৃদ্ধ মা খুব দুর্বল ছিল ।সে ঠিকভাবে হাটতে পারতো না ,চোখে কম দেখতো ,বৃদ্ধ হওয়ার কারনে তার হাত কাঁপতো ,কিছু ধরতে পারতো না ।

যখন বৃদ্ধ মা ,ছেলে ও ছেলের বউয়ের সাথে রাতে একসাথে খেতে বসতো তখন প্রায় প্রতিদিন ই কোন না কোন ঘটনা ঘটাতো ।কোনদিন হয়তো হাত কাপার ফলে দুধের গ্লাস ফেলে দিয়ে টেবিল নষ্ট করতো ,আবার কোনদিন ফ্লোরে তরকারী ফেলে দিত ।

প্রতিদিন খাওয়ার সময় এরকম ঝামেলা হওয়ায় ছেলে তার মায়ের জন্য আলাদা একটি টেবিল বানিয়ে দিল ।টেবিলটি ঘরের কোনায় সেট করে দিল ।বৃদ্ধ মা সেখানে একা বসে খেত আর একা একা চোখের পানি ফেলতো ।

ছোট্ট নীতিটি এসব নিরবে দেখছিল ।

একদিন বৃদ্ধ মা কাঁচের প্লেট ভেঙে ফেললো ।বৃদ্ধের ছেলেটি এজন্য তাকে কাঠের প্লেট কিনে দিল ।

একদিন সন্ধ্যায় বৃদ্ধের ছেলেটি দেখলো তার শিশু বাচ্চা কাঠের টুকরা দিয়ে কি যেন বানাতে চাচ্ছে ।বাবা তার ছেলের কাছে গিয়ে বললো ,বাবা তুমি কি করছো?

তখন শিশুটি বললো ,আমি টেবিল ও একটি কাঠের প্লেট বানাচ্ছি ।যখন আম্মু বুড়ো হবে তখন কিসে খাবে ! তাই আগে থেকে বানিয়ে রাখছি

ছেলের এরকম কথায় বাবা তার ভূল বুঝতে পারলো ।সেদিন থেকে তার স্ত্রীকে বললো ,প্রতিদিন আমরা দুজন মাকে খাইয়ে তারপর আমরা খাব ।

কিন্তু হায় ,যখন সন্ধ্যার পর তারা দুজন মাকে খাওয়ানোর জন্য গেল তখন দেখলো ,তার গর্ভেধারিনী মা মারা গেছে ।

মা কে কষ্ট দিওনা
মা কে কষ্ট দিলে আল্লাহর আরষ কেঁপে ওঠে ।
 

No comments:

Post a Comment